ForeverMissed
Large image

This memorial website was created in memory of our loved one, Dulal Das, 51, born on May 2, 1964 and passed away on December 18, 2015. We will remember him forever.

December 18, 2023
December 18, 2023
Unforgettable memories. Love you Dola. Stay in peace.
December 18, 2022
December 18, 2022
I don't want to be sad for you are gone- I want to be happy knowing you lived
And you will always live in my heart !
May 2, 2022
May 2, 2022
Your birth was the happiest and joyous moment of my life on that day. All I wanted a baby brother and I had you. Still I am happy I had you. Forgive me my shot comings. Love you. Be in peace.
December 18, 2021
December 18, 2021
Now, you are no longer here to share
The bond we had together - of love and care
Yet, I know the bond is stronger
And the love abounds - forever
May 2, 2021
May 2, 2021
I can remember his birth. I was so pleased to have a little brother. He was growing. Mom was always anxious about his growth and mental development. I never understood. I tried to help him sitting , standing and walking. He was so good looking that no one believed his abnormalities. Ultimately we knew you were my most beloved little Down baby brother. No doubt you are in most peaceful place. Love you.
December 19, 2020
December 19, 2020
Will never forget your love. Love you my brother. I could not bring you happiness. You are must happy being away from us. Forgive me.
February 27, 2020
February 27, 2020
DOLA

I woke up this morning and suddenly you came to my mind and brought back the pleasant memory of your presence in our life, You are in our hearts , I have so much of you in my heart - can never forget you . I love you my youngest brother - stay in peace which you loved so much.
December 18, 2019
December 18, 2019
A Friend is a Brother
Your heart chose for you
A Brother is a Friend
God gave you
December 18, 2017
December 18, 2017
Dola, two yrs. now you left us forever ! we love you !
December 18, 2016
December 18, 2016
You brought joy to our lives. We remember you.
December 18, 2016
December 18, 2016
How anyone can be so loving, so innocent? You never hurt anybody, never demand anything. You got so little. Nobody should be happy with that. It is my failure. Forgive me.
May 2, 2016
May 2, 2016
You were born. It is a boy. So glad to have a brother. Still I can feel it. You were so adorable. You went through so much to learn natural things. I can remember my feelings. I tried myself best. Then came your frustation, as we were unable to understand your needs, feelings or minds. You hurt yourself only. That was the most painful. I failed. Forgive me.
April 10, 2016
April 10, 2016
Dola, Good Bye my brother ! Once, Baba told Maa that she can not travel to Bashu's place due to you. Maa was always with you and she visited mejda with you. Maa loved all of us, very much but you were the exception. God Bless you ! Sorda.

Leave a Tribute

Light a Candle
Lay a Flower
Leave a Note
 
Recent Tributes
December 18, 2023
December 18, 2023
Unforgettable memories. Love you Dola. Stay in peace.
December 18, 2022
December 18, 2022
I don't want to be sad for you are gone- I want to be happy knowing you lived
And you will always live in my heart !
Recent stories

dula,my younger brother

March 9, 2016

dula was my affectionate.though he could not follow and join every game shared by us,but he was keen to take part in every game. one in a day of dolpurnima a young lady threw some water on his body and ran away.then he at once followed her with a mug of water and tried to through the water and wet her.but failed to caught her,he requested  karticda to hold the lady so that he could through some water over that lady.and he at last was able to to so.then he smiled the revenge.

Dola

March 8, 2016

দোলা

১৯শে বৈশাখ, ১৩৭১ - ১লা পৌষ, ১৪২২

দোলা আমাদের দুইবোন ও আটভাইয়ের সবার ছোটভাই এবং আমার একমাত্র ছোট ভাই। প্রকৄতির এক বিচিত্র খেয়ালে ওর জীবন জন্ম থেকেই স্বাভাবিকতা বঞ্চিত। চিকিৎসা শাস্ত্রে Down Syndrome.

খুব ছোটবেলায় আমি কিন্তু ওর অস্বাভাবিকতা বুঝতে পারতাম না। ও ছিল আর সবার ছোটভাইয়ের মতই আমার ছোট্ট একটা ভাই। ও ছিল আমার খেলার সাথী। ছেলেবেলার সব খেলাই ওর সাথে খেলেছি স্বাভাবিক আনন্দ ও উদ্যমে। সব খেলাতেই ও সমান আগ্রহী ছিল। অনেক খেলাই পুরোপুরি বুঝতে না পারলেও উপভোগ করতো খুবই - অংশগ্রহনই ছিল ওর সবচেয়ে আনন্দের।

ব্যাপারটা আমি এখন বুঝতে পারি। আমরা ভাইয়েরা যা কিছু করতাম তার সবকিছুই ও করতে চাইতো। খেলাধূলা, বেড়ানো, লেখাপড়া, স্কুলে যাওয়া- সবকিছু। স্কুলে আমাদের শিক্ষকেরা ওকে খুবই স্নেহ করতেন। শান্ত, ঝামেলাহীন, মিশুক ও সুদর্শন আমার ভাইটির মেধার অভাব কখনোই শিক্ষকদের স্নেহের অন্তরায় হয়নি। এজন্য আমি তখনকার শিক্ষকদের আন্তরিক  শ্রদ্ধা জানাই। স্কুলের একটি ঘটনা উল্লেখ না করে পারছিনা। অন্যান্য ছাত্রেরা কোন কারনে শিক্ষকের বেতের শিকার হলে ও নিজের হাতটিও বড়িযে দিতো- সবার মতো একজন হবার  ইচ্ছেটা ছিলো ওর এমনই প্রবল।


আমরা সবাই  একে একে বাড়ী ছেড়ে চলে যাবার পর ওর মানষিক বিকাশ কমে যেতে থাকে। প্রতিদ্বন্দিতাহীন এবং প্রায় বৈচিত্র্যহীন হয়ে যায় ওর জীবন। কিছু ব্যতিক্রমের একটি হলো মার সাথে আমার বিয়েতে ওর আমেরিকায় আসা। ওর আমেরিকার দিনগুলি আমার জীবনের এক অনন্য সুখস্মৃতি। বউভাত অনুষ্ঠানে ও নেচেছিল পর্যন্ত।

আমাদের মা জীবনের শেষাবধি ওকে অতিআদরে নিজের কাছে রেখেছেন। গ্রাম ছেড়ে ঢাকায় এসেও দোলা মায়ের স্নেহছায়াতেই ছিল। তারপর ঢাকায় এবং নিজবাড়ীতে দাদাবৌদিদের স্নেহছায়ায়। বেশি কিছু চাহিদা ছিল না। গান ভালবাসত, ফুল ভালবাসত- সবচেয়ে ভালবাসত ওর আশপাশের মানুষদের। প্রকাশ করতে না পারলেও ওর ভালবাসার ছোয়া যারা পেয়েছে তারা জানে ওর মনটা কত সুন্দর ছিল।

আজ দোলা আমাদের মাঝে নেই। ওর জন্য কষ্ট হয়। নিজের কোন দোষে নয়- প্রকৃতির খেয়ালে আমাদের ভাইটিকে মাণবজীবনের অধিকাংশ সুখ-আনন্দ বঞ্চিত হতে হলো। তবে প্রাপ্তি যে কিছুই ছিল না তা নয়। সারাজীবন আপনজনের সান্নিধ্য ছিল, জীবনের শেষদিনে নিজগৃহে আপণ ভাইয়ের পরিবেশনায় শেষ আহার এবং নিজ বিছানায় নিজের মতো করে কাউকে বিরক্ত না করে চলে যাওয়াটাও একটা অর্জন। ওর জীবনটা যদি একটা নাটক হয় তবে শেষ দৃশ্যটা একেবারেই ওর নিজস্ব রচনা।

দোলার সাথে শেষবার দেখা হবার পর কেটে গেছে অনেকগুলো বছর। ওর জীবনের শেষ বছরগুলোতে ওকে দেখতে যেতে পারিনি- ওর অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্রাদ্ধানুষ্ঠানেও  উপস্থিত থাকতে পারিনি। তবে আপনাদের অনেকেই অতিব্যস্ততার মাঝেও ওর অন্ত্যেষ্টিক্রিয়া -শ্রাদ্ধানুষ্ঠানে  উপস্থিত হয়ে ওর প্রতি যে অকৃত্রিম ভালবাসা দেখিয়েছেন সেটা ওর  অতিবঞ্চিত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এবং অনন্তপথচলায় একমাত্র পাথেয়। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।   

                                                                               মুকুল দাস, মেরীল্যান্ড, ইউ এস এ।


Invite others to Dulal's website:

Invite by email

Post to your timeline